যশোরে  র‌্যাব ও ডিবি পুলিশের আলাদা অভিযান  ইয়াবা ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার-৫

যশোর প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে  দেড় কেজি গাঁজা , ৩০ বোতল ফেনসিডিল ও ১শ’ ২০পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার মুড়োলী খাঁ পাড়ার তুজাম বিশ^াসের ছেলে শামীম হোসেন, একই উপজেলার বিরামপুর পশ্চিমপাড়ার ইছাহাক গাজীর ছেলে ইব্রাহিম হোসেন, যশোর শহরের কাজীপাড়া পুরাতন কসবা বর্তমানে সদর উপজেলার পাগলাদাহ মাঠপাড়ার বছির আহম্মেদ এর ছেলে শহীদ , বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর (পূর্ব পাড়া) গ্রামের জহুর আলী সরদারের ছেলে নজরুল  ইসলাম ও বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত উত্তর বারোপোতা গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে বিল্লাল হোসেন ওরফে আজিজুর।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, মঙ্গলবার ২১ নভেম্বর দুপুরে র‌্যাবের একটি চৌকস টিম শহরের ৯নং ওয়ার্ড নাজির শংকরপুর সিটি প্লাজা মাঠের সামনে পশ্চিম পাশের্^  অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে ইয়াবা নিয়ে অবস্থানকারী শামীম হোসেন পালানোর চেষ্টার এক পর্যায় শামীম হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ২০পিস ইয়াবা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গত ২০ নভেম্বর সোমবার রাত সাড়ে ৮ টার পর যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ ঘোপ কবরস্থান এর বিপরীত পাশের্^ বাবু মনিরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে থেকে ইব্রাহিম হোসেন ও শহীদ হোসেনকে ৫০পিস করে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া,যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকসদল মঙ্গলবার রাত ১০ টার পর গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত কাগমারী আমড়াখালী গ্রামের জনৈক শফিকুল ইসলাম বাচার বসতবাড়ীর সামনে বিল্লাল হোসেন ওরফে আজিজুরকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। অপর দিকে বেনাপোল থানার অর্ন্তগত বেনাপোল বড় আঁচড়া গ্রামের এমপি মার্কেটের সামনে অভিযান চালালের পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা নজরুল ইসলামকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। পরে তাকে থানা হাজতে রেখে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।