যশোরে মাদক সহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর প্রতিনিধি 
যশোর পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ফেনসিডিল,ইয়াবা ও গাঁজা উদ্ধার ও চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।গ্রেফতারকৃতরা হচ্ছে,শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার মুনছুর আলীর ছেলে টিপু,শহরের উমেশ চন্দ্রলেনের তরিকুল ইসলামের ছেলে তানভীর ইসলাম,সদর উপজেলার কামালপুর গ্রামের মৃত গোলাম আলী রাজের ছেলে আবু রাজ্জাক ও উপশহর এফ বাসা নং ১২৬ নং বাসার আব্দুর রাজ্জাক ওরফে রাজ আলীর ছেলে হাবিব। এ ঘটনায় কোতয়ালি থানায় আলাদা চারটি মামলা হয়েছে।
কোতয়ালি থানা ও,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই নুর ইসলামসহ একটি চৌকস টিম ২০ নভেম্বর সোমবার বিকেলে পালবাড়ী পাওয়ার হাউজপাড়া এলাকার জনৈক নিজাম উদ্দীনের চারতলা বিশিষ্ট এর সামনে থেকে টিপুকে ৪০পিস ইয়াবা,সদর পুলিশ ফাঁড়ীর সদস্যরা সোমবার বিকেলে নড়াইল বাসস্ট্যান্ড আনারস পট্টি গলি পাকা রাস্তার উপর মনিহার মোড় থেকে তানভীর ইসলামকে ১৫০ গ্রাম গাঁজা,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় সার্কেলের সদস্যরা সদর উপজেলার রামনগর ইউপির ৬নং ওয়ার্ডের কামালপুর সতীঘাটা বাজার এলাকার জামাল হোসেনের দোকানের ভখাড়াটিয়া আব্দুর রাজ্জাকের খাবার হোটেলে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল ও তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা সোমবার দুপুরে সদর উপজেলার হাইকোর্ট মোড়স্থ কৃষি ভবনের সামনে জনৈক টুটুলের চায়ের দোকানের সামনে থেকে হাবিবকে ৩০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করে।