যশোরের পল্লীতে একটি ফার্ণিচারের দোকান হতে  ড্রিল মেশিন চুরি করে বিক্রি করতে গিয়ে গ্রেফতার

যশোর প্রতিনিধি 
সদর উপজেলার মাথাভাঙ্গা বাজারে চয়নন্তিকা ফার্ণিচার দোকানের ভিতর রাতে ঢুকে ড্রিল মেশিন চুরি করে বিক্রি করতে এসে রবিউল ইসলাম (১৫) নামে এক কিশোর চোরকে গ্রেফতার করেছে জনগণ। পরে তাকে মারপিট করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রবিউল ইসলাম ঝিনাইদহ জেলার সদর উপজেলার বাথপুকুর উত্তর পাড়া ওয়াব মেম্বারের বাড়ির পাশে গঞ্জের আলীর ছেলে। এ ঘটনায় ফার্ণিচারের মালিক যশোরের বাঘারপাড়া উপজেলার সৈয়দ মাহমুদপুর গামের সুকুমার বিশ^াসের ছেলে রিপন বিশ^াস। মামলায় আসামী করেন,জনগনের হাতে আটক রবিউল ইসলাম ছাড়াও পলাতক যশোর সদর উপজেলার দেয়াপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে নাজমুল হোসেন, একই গ্রামের আনিচের ছেলে রাজা।
মামলায় বাদি উল্লেখ করেন, তিনি ফার্নিচারের মালামাল তৈরী করে বিক্রি করে থাকেন। প্রতিদিনের ন্যায় গত ১৩নভেম্বর রাত আনুমানিক ৯ টার সময় ফার্ণিচারের দোকানের সার্টার লাগিয়ে বাড়িতে চলে যায়। পরের দিন ১৪ নভেম্বও সকাল ৮ টায় দোকান খুলে দেখেন দোকানের মালামাল এলোমেলো। দোকানের পিছনের কাঠের দরজা ভাঙ্গা। দোকানের মধ্যে থাকা বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতির মধ্যে ১টি হ্যান্ড ড্রিল মেশিন মূল্য অনুমানি ৫ হাজার টাকা নেই। উক্ত ড্রিল মেশিন চুরির বিষয় বাজারসহ আশপাশের লোকজনকে জানিয়ে বাদি খোঁজাখুজি করতে থাকে। কৈখালি বাজাওে রবিউল ইসলাম একটি ড্রিল মেশিন বিক্রয় করা জন্য গেলে তাকে কৈখালি বাজারের লোকজন আটক করে। বাজারের লোকজন বাদিকে খবর দিলে বাদি এসে তার ড্রিল মেশিন সনাক্ত করে। স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে চোর রবিউল ইসলামকে হেফাজতে গ্রহন করেন। তার সাথে উল্লেখিত দু’জন জড়িত তাদের নাম পুলিশের কাছে স্বীকার করে। বৃহস্পতিবার ১৬ নভেম্বর দুপুরে চোর রবিউল ইসলামকে আদালতে সোপর্দ করে।