যশোরে যৌকুতের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি
যৌতুকের  দাবিতে গৃহবধূকে মারপিটসহ শারীরিক নির্যাতন করায় স্বামীসহ তিন জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ৭ নভেম্বর দিবাগত গভীর রাতে মামলাটি করেন যশোরের অভয়নগর থানার বাহিরঘাট গ্রামের আতিয়ার সরদারের মেয়ে শারমিন (২৩)। মামলায় আসামী করেন, যশোর সদর উপজেলা কচুয়া মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস শহিদ শেখ এর ছেলে শেখ মাসুদ পারভেজ, সহোদর কামাল তাদের মাতা শহর বানু (৫৫)। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ যশোর বিচারক  জেলা ও দায়রা জজ) গোলাম কবিরের নির্দেশে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহন করেন।
গৃহবধূ মামলায় উল্লেখ করেন, গত ২০১৯ সালের ২৮ মার্চ ইসলামী শরিয়ত মোতাবেক আসামী  শেখ মাসুদ পারভেজ এর সাথে বিয়ে হয়। বিয়ের সময় আসামীরা বাদির পিতার কাছে ৩লাখ টাকা যৌতুক দাবি করে। বাদির পিতা ধারদেনা করে জামাইকে ১লাখ টাকা প্রদান করলে আসামী বাদিনীকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। বাদি স্বামীর ঘরে সংসার করলে বাদির গর্ভে আসামীর ঔরষে এক ছেলে সন্তান জন্ম গ্রহন করেন। নাম আব্দুল্লাহ আল গালিব (১০মাস)। সন্তান জন্মের পর কামাল ও শহর বানুর প্ররোচনায় শেখ মাসুদ পারভেজ অবশিষ্ট ২লাখ টাকা যৌতুকের দাবিতে বাদিকে একাধিকবার শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করেছে। শত নির্যাতন সহ্য করে বাদি স্বামীর বাড়িতে থেকে ঘর সংসার করতে থাকে। গত ৭ অক্টোবর বিকেল ৪ টায় বাদির পিতা এলাকার লোকজনদে সাথে নিয়ে জামাইয়ের বাড়িতে আসে। ওই সময় শেখ মাসুদ পারভেজ ও তার ভাই ও মাতা বাড়িতে ছিলেন। ওই সময় বাদির পিতাকে দেখে আসামীগণ প্রকাশ করে যে,বাদিকে এই বাড়ি থাকতে হলে ২লাখ টাকা যৌতুক প্রদান করতে হবে। ওই সময় বাদির পিতা যৌতুক প্রদান করতে অস্বীকার করলে আসামীগন তাদের বাড়ি হতে বাদিকে নিয়ে যাওয়ার জন্য বাদির পিতাকে বলে। ওই সময় বাদির পিতা বাদিকে তার সঙ্গে চলে আসার কথা বললে  ওই সময় বাদি তার পিতার সাথে আসতে চাইলে সকল আসামীগণ জোর কওে বাদিকে ঘর হতে বাইরে আনে। ওই সময় সকল আসামীগণ প্রকাশ করে তাদের দাবীকৃত ২লাখ টাকা না দিলে বাদিকে থাকতে দেবে না। ওই সময় বাদি না আসতে চাইলে সকল আসামীগণ বাদিকে মারপিট করতে থাকে। ওই সময় বাদির ডাক চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বাদি ও তার পিতাকে হত্যার হুমকী দেয়।