যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান নিহত

যশোর প্রতিনিধি 
যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে সৈয়দপাড়া নামক গ্রামের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। শাহাজান আলী মোড়ল ঝিকরগাছার গদখালি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
প্রত্যাক্ষদর্শিরা জানায়, ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলেন।ঘটনার দিন সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, সকালে রেললাইনের পাশে ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। রেল পুলিশ তার লাশ উদ্ধার করেছে। শাহজাহান আলী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটি পরিস্কার নয় বলে তিনি জানান।