যশোরে কাঠমিস্ত্রিকে মারপিটে জখম,হত্যা মামলার আসামিসহ আটক ৩

যশোর প্রতিনিধি 
যশোরে শাহজাহান আলী (৩০) নামে এক কাঠ মিস্ত্রিকে মারপিটে জখমের অভিযোগে তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এরা হলো, শহরের বারান্দীপাড়ার আশরাফ আলীর ছেলে ইযাদ আলী (২২), বারান্দী মোল্লাপাড়ার ওসমান গণীর ছেলে ইয়াছিন আরাফাত (২০) এবং মোক্তার আলীর ছেলে জিসান হোসেন (২০)। এদের মধ্যে ইয়াদ আলী শহরের বড় বাজার মাছ পট্টির অপু হত্যা মামলার প্রধান আসামি।
সদর উপজেলার রুপদিয়া বলরামপুর গ্রামের মোকছেদ গাজীর ছেলে শাহজাহান আলী অভিযোগ করেছেন, আসামিদের সাথে তার পূর্ব শত্রুতা ছিলো। তিনি সোমবার যশোর মাড়য়ারি মন্দির সংলগ্ন পতিতাপল্লীতে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে কাজ করার সময় আসামি আরাফাত ও জিসান সেখানে যায়। তারা বলে ‘ইয়াদ ভাই ডাকছে।’ তিনি ওই দুইজনের সাথে কালীবাড়ি মন্দিরের নিচে ভৈরব নদের পাড়ে যায়। এবং সেখানে নিয়ে তাকে বেধড়ক মারপিট করে। লোহার রড ও হাত দিয়ে নাকে আঘাত করে। এতে তার নাকের হাড় ভেঙ্গে যায়। পরে ফের তাকে তার কর্মস্থল পতিতাপল্লীর সামনে নিয়ে গিয়ে মারপিট করে। সেখানে উপস্থিত লোকজন তাদের ঠেকাতে গেলে তাদের চাকু বের করে হত্যার হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আর তিনি যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি হন। এবং থানায় একটি লিখিত অভিযোগ দেন।