আওয়ামী মৎস্যজীবী লীগের মাত্র ১৩ জন নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি

ঢাকা অফিস: আওয়ামী মৎস্যজীবী লীগের ১১১ সদস্য বিশিষ্ট কমিটি। তবে মাত্র ১৩ জন নেতাকর্মী নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত মিছিল করতে পারেনি সংগঠনটি।

রবিবার বিএনপি- জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। এর অংশ হিসেবে আওয়ামী মৎস্যজীবী লীগও বিএনপির অবরোধের বিরুদ্ধে মাত্র অল্প কিছু নেতাকর্মীকে নিয়ে অবস্থান নেয়।

অবস্থান কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল করার জন্য মাত্র ১৩ জন নেতাকর্মীদের নিয়ে রাস্তায় দাঁড়ায় সংগঠনটি। মিছিলটি ১০ ফুটের মতো এগিয়ে গিয়ে মিছিলের ব্যানার গুটিয়ে নেয়। পরবর্তীতে তারা আবার চেয়ারে বসে অবস্থান নেন।

বিএনপির-জামায়াতের অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশ নেন আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকারী সভাপতি সাইফুল আলম মানিক, সাধারণ সম্পাদক আজগর নস্কর, সহ-সভাপতি আব্দুল গফুর চৌকদার, আনোয়ারুল ইসলাম, নাসির উদ্দীন মানিক, নাসরিন আক্তার, বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান কমল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ করিম মিঠু, এছাড়া আরও দুই থেকে তিন সমর্থক।

আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা ঢাকা টাইমসকে বলেন, মৎস্যজীবী লীগকে যে উদ্দেশ্য নিয়ে সহযোগী সংগঠন হিসেবে আওয়ামী লীগ স্বীকৃতি দিয়েছিল, সেই উদ্দেশ্য ভুলে গিয়ে সংগঠনের মধ্যে অভ্যান্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে বার বার সংবাদের শিরোনাম হয়েছে। এছাড়া ঢাকা মহানগরসহ তৃণমূলকে সুসংগঠিত করতে ব্যর্থ হয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। একইসঙ্গে সংগঠনের মধ্যে বিতর্কিত লোকজনকে পদপদবি দিয়ে দলের সুনাম নষ্ট করছে। এজন্য মৎস্যজীবী লীগের কোনো কর্মসূচিতে নেতাকর্মীরা আসেন না।

সরজমিনে দেখা গেছে, বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে রবিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ছাড়া আরও অবস্থান নেয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় শ্রমিক লীগ।