যশোরে জেল হত্যা দিবসে চৌগাছা ও ঝিকরগাছা দুই লক্ষাধিক ভয়েস কল 

যশোর প্রতিনিধি 
জেল হত্যা দিবসে চৌগাছা ও ঝিকরগাছা আশীষের ২ লক্ষাধিক ভয়েস কল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথ ধরে নিজ নির্বাচনী এলাকার নতুন ভোটার শুভাকাঙ্ক্ষী সহ ২ লাখ ১৫ হাজার ভোটারকে ভয়েস কল পাঠিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোস্তফা আশীষ ইসলাম।
শুক্রবার (৩ নভেম্বর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ,এ এইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর জেল হত্যা দিবসে এক বার্তায় মোস্তফা আশীষ ইসলাম এ তথ্য জানান।
এদিন সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত একটানা মোস্তফা আশীষ ইসলামের ২ লাখ ১৫ হাজার মোবাইলে শোক বার্তা প্রেরণ করা হয়।
মোস্তফা আশীষ ইসলামের বার্তায় বলা হয়, “১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার ২ মাস ২৩ দিন পর মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ,এ এইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী-কে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতর নির্মম ভাবে হত্যা করা হয়।