যশোরে ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী ফিরোজার যাবজ্জীবন কারাদণ্ড 

যশোর প্রতিনিধি 
ফেনসিডিলের মামলায় যশোর রেলগেট রায়পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজা বেগমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে একটি আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুরাইয়া সাহাব এক রায়ে এ আদেশ দিয়েছেন। ফিরোজা বেগম যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার আব্দুল জাফরের স্ত্রী।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১১ সালের ৮ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশ মাদক ব্যবসায়ী ফিরোজার ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় ফিরোজার খাটের নিচ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই তোফায়েল আহম্মেদ বাদী মাদক নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি ফিরোজা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ফিরোজা বেগম কারাগারে আটক আছে।