শার্শার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক  ব্যবসায়ী ফুলছুদ্দিনকে আটক 

যশোর প্রতিনিধি 
যশোরে ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী ফুলছুদ্দিন খাঁকে আটক করেছে র‌্যাব। সোমবার দিবাগত গভীর রাতে ঝিরগাছার ব্যাংদা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত ফুলছুদ্দিন খাঁ শার্শার পাকশিয়া গ্রামের সুলতান খাঁর ছেলে।
র‌্যাব-৬ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২০১৮ সালের ২৯ নভেম্বর বিজিবি শার্শার শিববাস গ্রামে অভিযান চালিয়ে ফুলছুদ্দিন খাঁকে আটক ও ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় শালকোনা বিওপির নায়েক বাবর আলী বাদী হয়ে শার্শা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গত ২৬ অক্টোবর দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি ফুলছুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও অর্থদেন্ডের আদেশ দিয়েছিলেন। সাজাপ্রাপ্ত ফুলছুদ্দিন খাঁ জামিনে মুক্তি পেয়ে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালয়ে তাকে আকট করা হয়। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় ১২ টি মাদক মামলা আছে। গতকাল আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফুলছুদ্দিনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।