যশোরে খুলনা ও কুষ্টিয়া রুটের বাস  তল্লাশী করে ফেনসিডিল উদ্ধার নারী যাত্রী গ্রেফতার

যশোর প্রতিনিধি
খুলনা কুষ্টিয়া রুটের একটি যাত্রীবাহী তল্লাশী চালিয়ে র‌্যাবের একটি চৌকদ টিম ৪৮ বোতল ফেনসিডিল  ও নগদ টাকাসহ মোছাঃ হালিমা বেগম ওরফে ময়না (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তিনি যশোর সদর উপজেলার খড়কী (গাজীর বাজার) এলাকার তৈয়ব আলীর স্ত্রী ও শেখ মতিয়ার রহমানের মেয়ে। গ্রেফতারকৃত ময়নাকে রোববার ২২ অক্টোবর দুপুরে যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,গত ২১ অক্টোবর শনিবার র‌্যাবের একটি চৌকসটিম টহল ও চেকপোষ্ট ডিউটি করাকালীন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি গ্রামের ব্যাক অফিসের পশ্চিম পাশের্^ ঝিনইদহ টু যশোর মহাসড়কের উপর চেকিং চেকিং করাকালে বিকেল সাড়ে ৪ টার পর রুপসা এক্সপ্রেস সার্ভিস এর একটি বাস যার রেজিষ্ট্রেশন  নং (ঢাকা মেট্টো-ব-১৪-৫৪৮২) কুষ্টিয়া থেকে খুলনা যাওয়ার পথে উক্ত স্থানে বাসটিকে সিগন্যাল দিয়ে থামায়। বাসটি তল্লাশী কার্যক্রম পরিচালনা করাকালে ভিতরের একটি সিটে বসা মোছাঃ হালিমা বেগম ওরফে ময়না এর দু’ পায়ের উরুর উপওে রাখা একটি নীল  সাদা রংয়ের কাপড়ের ব্যাগের ভিতর হতে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল যা প্লাস্টিক বোতলের মধ্যে ছিল। এ সময় তার কাছে থাকা ৫শ’ টাকার ২৫টি ও ১শ’ টাকার ১টি মোট ১৩ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত গৃহবধূ ময়নাকে শনিবার রাতে কোতয়ালি থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা হয়েছে।