যশোর খুন-জখমের হুমকির ঘটনায় একই পরিবারের তিনজনেকে বিবাদী করে থানায় জিডি

যশোর প্রতিনিধি 
যশোর সদরের হালসা গ্রামের ইবাদত আলীকে খুন-জখমের হুমকির ঘটনায় একই পরিবারের তিনজনকে বিবাদী করে কোতয়ালি থানায় একটি জিডি হয়েছে। গত ১৩ অক্টোরব ভুক্তভোগী এবাদত আলী এ জিডি করেছেন। বিবাদীরা হলো, হালসা গ্রামের পশ্চিম পাড়ার তাইজুল ইসলাম ও তার স্ত্রী জাহানার বেগম এবং মেয়ে রতনা খাতুন।
জিডির অভিযোগে জানা গেছে, বিবাদীদের সাথে ইবাদত আলীর পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছে। ইবাদত আলী হালসা মৌজার ২১৬২ দাজের ৩২ শতক জমিসহ অন্যান্য দাগের জমি নিয়ে আদালতে হকসুপা মামলা করেছেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারধীন রয়েছে। গত ৩১ আগস্ট আদালতের বিচারক বিবাদমান জমিতে স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ দেন। বিবাদীরা আদালতে আদেশ অমান্য করে গত ১৩ অক্টোবর বিবাদমান জমিতে কাজ করতে যান। আদালতের আদেশ সম্পর্কে তাদের অবহিত করা হলে বিবাদীরা এবাদত আলীকে গালিগালাজ ও খুন-জখমের হুমকি দেন। বিবাদীরা যে কোন সময় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ধরনের ক্ষতি করার আশংকায় তিনি থানায় এ জিডি করেছেন।