বেনাপোলে নাশতকার পরিকল্পনা ও বিস্ফোরক  মামলায় দুইজনের একদিন করে রিমান্ড মঞ্জুর

যশোর প্রতিনিধি 
বেনাপোলের একটি নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় দুইজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে এ মামলার অপর ৫ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। মঙ্গলবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকার রায় এ আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, বেনাপোলের বোড়াবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে ওসমান আলী ও অবুল মোড়লের ছেলে ইমদাদুল হক।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৮ অক্টোবর বোনাপোল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ি বাজারের জনৈক ইন্তাজের চায়ের দোকানের পিছনে কাঁঠাল বাগানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ওসমান ও ইমদাদুলকে আটক করা হয়। এসময় ওসমান আলীর কাছ থেকে ৫ টি ককটেল ও ইমদাদুলের কাছ থেকে ৬ টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার পুলিশ নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ৭ জনকে আটক করে আদালতে সোপর্দ ও ৩ দিন করে রিমান্ডের আবেদন করেন। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দুই জনের রিমান্ড মঞ্জুর এবং আব্দুল আহাদ, এনামুল হক, খায়রুল ইসলাম মনা, হাসান ও মুক্তার হোসেনর রিমান্ড নামঞ্জুরের আদেশ দিয়েছেন।