যশোরে এবার যাত্রী সেজে অভিনব কৌশলে ইজিবাইক চুরির অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি
যাত্রী সেজে ইজিবাইক ভাড়া নিয়ে অভিনব কৌশলে ইজিবাইক চুরি পালিয়েছে চার যুবক। অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে শনিবার ৭অক্টোবর রাতে মামলা হয়েছে। মামলাটি করেন, যশোর শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া আমতলার কেরামত মাতুব্বরের ছেলে ইজিবাইক মালিক ও চালক সালমান মাতুব্বর।
মামলায় সালমান মাতুব্বর উল্লেখ করেন্, তিনি একজন ইজিবাইক চালক। প্রতিদিনের ন্যায় গত ২৩ জুন তার কেনা ১লাখ ৯ হাজার  টাকা মূল্যের ব্যাটারী চালিত হলুদ রংয়ের ইজিবাইক ভাড়ায় চালাতে যেয়ে রাত সাড়ে ৮ টায় নিউ মার্কেট চাকলাদার কাউন্টারের সামনে অবস্থানকালে অজ্ঞাতনামা ৪জন আরোহী ৮০ টাকা ভাড়া চুক্তিতে শহরের বেজপাড়া তালতলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করে রওয়ানা হয়ে বেজপাড়া বনানী রোডস্থ কবরস্থানের দক্ষিনে পুকুরপাড়ে নিয়ে রাত ৯ টায় পৌছালে অজ্ঞাতনামা আরোহীদের মধ্যে ২ জন ইজিবাইক চালক সালমান মাতুব্বরকে নিয়ে কবরস্থানের পাশে একটি বাড়ির গলিপথে যায়। বাকী ২জন ইজিবাইকে বসা থাকে। অনুমান ১০ মিনিট পর ইজিবাইক চালকের সাথে থাকা ২জন অন্ধকাওে দৌড়ে পালিয়ে যায়। পরে ইজিবাইক চালক দৌড়ে তার ইজিবাকের কাছে এসে দেখে ২জন অজ্ঞাতনামা আরোহীসহ তার ইজিবাইকটি নেই। আশপাশ খোঁজাখুজির করে না পেয়ে বুঝতে পারেন অজ্ঞাতনামা চোরেরা কৌশলে বাদির ব্যাটারী চালিত ইজিবাইক,ইজিবাইকে থাকা লাইসেন্স,১টি সাড়ে ১২ হাজার টাকার অধিক মূল্যের মোবাইল ফোন নগদ ৯৫৭০ টাকাসহ ১লাখ ৩১ হাজার ১৬৯ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বিভিন্ন স্থানে রাতে খোঁজখবর নিয়ে না পেয়ে কোতয়ালি থানায় মামলা করেন। এ রিপোর্ট লেখা  পর্যন্ত পুলিশ চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার এবং চুরি সাথে জড়িত কাউকে সনাক্ত করতে পারেনি।