যশোরে আদালতের নির্দেশে থানায় মটর সাইকেল চুরির মামলা রেকর্ড

যশোর অফিস
যশোরে প্রকাশ্যে দিবালোকে যশোর  জেনারেল হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটের সামনে থেকে মোটর সাইকেল চুরির ঘটনায় প্রায় ১ মাস ২৬ দিন পর আদালতের নির্দেশে কোতয়ালি থানায় চুরি মামলা হয়েছে। মামলার বাদি,যশোরের ঝিকরগাছা থানার আজমপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে এহসানুল কবির।
মামলায় বাদি উল্লেখ করেন, এহসানুল কবির এমএম কলেজ যশোর এর গণিত বিভাগে মাষ্টার্সে অধ্যায়নরত একজন ছাত্র। তিনি যশোর শহরের পালবাড়ী নতুন খয়েরতলার বকুল হোসেন এর মেস এ অবস্থান করে লেখাপড়া করে। বাদি কলেজে যাতায়াত এবং টিউশুনি করার সুবিধার্থে তার নিজ নামে একটি পালসার নামক মোটর সাইকেল যার নং (যশোর ল-১২-৯৮৫২) মূল্য ১লাখ ৭১ হাজার টাকা। বাদির এক বন্ধুর মাতা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হঠাৎ অসুস্থ্য হয়ে ভর্তি হওয়ায় গত ৬ আগষ্ট বাদি তার মোটর সাইকেল হাসপাতালের করোনারী ইউনিটের নীচতলায় রেখে তালা মেরে বন্ধুর মাকে দেখতে যান। দুপুর ২ টায় বাদি ফিরে এসে দেখেন তার মোটর সাইকেলটি আর পাননি। বাদি এ ঘটনায় কোতয়ালি থানায় সাধারণ ডাইরী করতে গেলে সাধারণ ডাইরী না নিয়ে অভিযোগ গ্রহন করেন। তবে মামলা হিসেবে নথিভূক্ত না করায় বাদি সেপ্টেম্বর মাসে আদালতের স্মরনাপন্ন হন। আদালতের বিজ্ঞ বিচারক অভিযোগ আমলে নিয়ে কোতয়ালি থানার অফিসার ইনচার্জকে মামলা হিসেবে নথিভূক্ত করার নির্দেশ প্রদান করলে রোববার দিবাগত গভীর রাতে থানায়  চুরি মামলা রেকর্ড করা হয়।#