ওয়ান টেন জুয়ার নায়ক হারুন যশোরে দুস্থানে জুয়ার আস্তানা গেড়েছে

যশোর প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর উপজেলার ওয়ান টেন জুয়ার নায়ক হারুন যশোরে জুয়ার আস্তানা গেড়েছে। ওয়ান টেন জুয়াড়ী যশোরের নূনু,রবিউল ইসলাম রবি ও শানুকে নিয়ে যশোর সদর উপজেলার শেখহাটি মসজিদের পিছনে আম বাগান ও খোলাডাঙ্গা এলাকায় তাদের নির্দিষ্ট স্থানে সন্ধ্যারাত থেকে রাত ১১ টা পর্যন্ত চলে ওয়ান টেন জুয়া। জুয়াড়ীদের আসরে যোগদানের জন্য হাইকোর্ট মোড় থেকে তাদের নির্দিষ্ট যানবাহনে তুলে সুযোগ বুঝে নিয়ে তাদের আস্তানায়। সেখানে যোগ দিয়ে অনেক পরিবারের কর্তা নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে।

ওয়ান টেন জুয়ায় আসক্ত নাম প্রকাশ না করার শর্তে একজন জুয়াড়ী জানান, কোটচাঁদপুর উপজেলার হারুন যশোরের জুয়াড়ী নূনু,রবিউল ইসলাম রবি ও শানুকে নিয়ো তার ওয়ান টেন জুয়ার আসর চাঙ্গা করে তুলেছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে কখনও শেখহাটি মাদ্রাসা সংলগ্ন মসজিদের পিছনে আম বাগানে তাদের ভাড়া করার একটি ঘরে চরম সর্তকতা অবলম্বন করে সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হওয়া ওয়ান টেন জুয়া রাত ১১ টা পর্যন্ত চলে। এই ওয়ান জুয়ায় আসক্তদের সংগ্রহ করার দায়িত্ব যশোরের নূনু,রবি ও শানুর। এরা দিনে যশোর জেলার বিভিন্ন এলাকায় লোক মারফত জুয়াড়ীদের সংগ্রহ করে থাকেন। জুয়াড়ীদের জন্য আলাদা যানবাহন ব্যবহার করে থাকে এই সিন্ডিকেট। জুয়াড়ী সিন্ডিকেট দিনের বেলায় জুয়াড়ীদের জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করে। সন্ধ্যারপর জুয়াড়ীদের তাদের নিজস্ব যানবাহনে করে হাইকোর্ট মোড় থেকে তুলে তাদের জুয়া আস্তানায় নিয়ে আসা হয়। এলাকাবাসীরা জানান,সপ্তায় কখনও দু’দিন আবার কখনও তিনদিন শেখহাটি আম বাগানের জুয়াড়ীদের ভাড়া করা কক্ষে ওয়ান টেন জুয়া চলে। নির্ভরযোগ্য সূত্র বলেছে,জুয়াড়ীরা শব্দহীন ভাবে ওয়ান টেন জুয়ার আস্তানায় যোগদেয়। তার কারণ সমাজ ও প্রশাসন নিষিদ্ধ ওয়ান টেন জুয়া। সূত্রগুলো আরো বলেছেন,শেখহাটি আমবাগান ছাড়াও হারুন সপ্তায় বাকি তিনদিন সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার এক বাড়ির কক্ষ ওয়ান জুয়া খেলার জায়গা হিসেবে ভাড়া নিয়েছে।সেখানেও সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হওয়া জুয়া রাত ১১ টা পর্যন্ত চলে। খোলাডাঙ্গা এলাকায় গড়ে ওঠা ওয়ান টেন জুয়ার আস্তানায় জুয়াড়ীদেও পালবাড়ী, ধর্মতলা ও আরবপুর থেকে তাদের নির্দিষ্ট যানবাহনে তোলা হয়। অপর একটি সূত্র বলেছে, ওয়ান টেন জুয়ার নায়ক হারুন যশোর জেলায় জুয়াড়ীদের নিয়ে তাদের আস্তানায় তুলে তাদের কাছে উপার্জিত অর্থ জুয়ার খেলার আসরে নিঃশ^ করে দিচ্ছে। ওয়ান জুয়ার আসরে যোগ দিয়ে অনেক পরিবারের কর্তা নগদ অর্থ হারিয়ে খালি হাতে বাড়ি ফিরছে। ফলে পরিবারের মাসের খরচের টাকা জুয়ার আসরে হেরে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। যশোর সদর উপজেলার দু’টি এলাকায় ওয়ান জুয়ার আসরের ব্যাপারে কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত এ,কে,এম সফিকুল আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,ওয়ান টেন জুয়ার খেলার ব্যাপাওে তার নলেজে নেই। এ ব্যাপারে যশোরের পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন জুয়াড়ীদের পরিবারের সদস্যরা।