যশোরের চৌগাছায় প্রভাবশালীর বিরুদ্ধে সরকারী খাস জমি দখল চেষ্টার অভিযোগ  

যশোর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় দীর্ঘদিন বসবাসকৃত সরকারী খাস জমি দখলের পায়তারা চালাচ্ছেন এক প্রভাবশালী। রবিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ছয় পরিবার।

ভুক্তভোগী’রা হলেন, পুড়াপাড়া গ্রামের কৈলাশ কুমার সরদার, বাবু সরদার, অপন সরদার, ধীরেন সরদার, পলাশ সরদার, তপন সরদার ও রিপ কুমার সরদার। এবং অভিযুক্ত ইউসুফ আলী হলেন একই এলাকার কিয়াম উদ্দীনের ছেলে।
লিখিত অভিযোগে তারা বলেন, “সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে সরকারী খাস জমিতে দীর্ঘ প্রায় পয়ত্রিশ বছর ধরে আমাদের বসবাস। কিন্তু সম্প্রতি এক বছর থেকে একই এলাকার কিয়াম উদ্দীনের ছেলে ইউসুফ আলী আমাদের দখলকৃত জমি উচ্ছেদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছিল। আমরা অস্বীকৃতি জানানো’তে গত শনিবার (২ সেপ্টেম্বর) সকালে সে আমাদের বাড়িতে এসে পুজার গাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে দেয়। এতে বাবু সরদার বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দেখিয়ে খুন করার হুমকি দেয়।” ভুক্তভোগীরা বলেন, এর আগেও আমরা এরকম অত্যাচারের শিকার হয়েছি। স্থানীয় ইউপি সদস্যের কাছে গেলে তিনিও কোনো সু-ব্যবস্থা করতে পারেননি বলেও জানান তারা।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ এখনো হাতে পায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।