যশোর রেলওয়ে প্লাটফর্মেও আন্ডার গ্রাউন্ডের  তার কর্মচারী কর্তৃক চুরির অভিযোগে গ্রেফতার

যশোর প্রতিনিধি
রেলওয়ে কর্মচারী কর্তৃক যশোর রেলওয়ে ষ্টেশন প্লাটফর্মেও যশোর ক্যান্টনমেন্ট সাইডের ১নং ও ২নং প্লাটফর্মের আন্ডার গ্রাউন্ড হতে ৬৭২ফুট তার চুরির অভিযোগে মমিন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার খর্দ্দো খামার পাড়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে বর্তমানে বাংলাদেশ রেলওয়ে এফএপি,গ্রেড-২ পদে যশোর কর্মরত। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মামলা হয়েছে। শুক্রবার রেলওয়ে থানা খুলনায় মামলাটি করেন, যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর গ্রামের বাসিন্দা মৃত সত্যপদ ঘোষের ছেলে আরএনবি, এস/৭১৯ (পঃ) আরএনবি যশোর নায়েক সুশংকর কুমার ঘোষ। শনিবার ২ সেপ্টেম্বও মমিন মিয়াকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় বাদি বলেছেন,গত ২৫ আগস্ট বাংলাদেশ রেলওয়ে যশোর প্লাটফর্মেও যশোর ক্যান্টনমেন্ট সাইডের ১নং ও ২নং প্লাটফর্মেও মোট ১৪ স্প্যান ক্যাবল ৬৭২ফুট আরএম এন ওয়াইক্যাবল দুস্কৃতিকারী কর্তৃক ক্যাবল কেটে নিয়ে যায়। যা গোপনে তথ্য সংগ্রহ করে উক্ত মালামানের অনুসন্ধান করা হয়। উল্লেখিত আসামী মমিন মিয়া যশোর রেলওয়ে ষ্টেশন এসএসএই,বিদ্যুৎ (পাওয়ার) খুলনা অধীনে। শুক্রবার ১ সেপ্টেম্বও সকাল অনুমান ১০ বেজে ৫০মিনিটে সাদা প্লাস্টিকের একটি ভারি বস্তা নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত আরএনবি অফিসে নিয়ে বস্তা খোলা হয়।বস্তার ভিতর গত ২৫ আগষ্ট যশোর প্লাটফর্মেও চুরি যাওয়া তারের অংশ বিশেষ জব্দকৃত তার দেখতে পাওয়া যায়। অতঃপর যশোর ষ্টেশন মাস্টারকে ডেকে তার সামনে আসামী মমিন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় গত ২৫ আগস্ট যশোর প্লাটফর্ম হতে উক্ত  তার কেটে নিয়ে যায়। এ বিষয়ে তার মিস্ত্রি কিংবা খুলনাস্থ ইনচার্জ কিছুই জানেনা মর্মে  মমিন মিয়া জানান।