যশোরে পুলিশের আলাদা অভিযান  ফেনসিডিল,ইয়াবাসহ গ্রেফতার-৬

যশোর প্রতিনিধি
কোতয়ালি থানা,উপশহর পুলিশ ক্যাম্প ও সদর পুলিশ ফাঁড়ীর কর্মকর্তা ও সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ১৫০পিস ইয়াবা,৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৬জনকে গ্রেফতার দেখিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,শহরের খড়কী সার্কিট হাউজ পাড়া (জনৈক বারিক জোয়াদ্দারের বাড়ির ভাড়াটিয়া) মৃত মিজানুর রহমানের ছেলে আরাফাত,শহরের সিটি কলেজপাড়ার ইনছান মিয়ার ছেলে রাকিবুল ইসলাম রুবেল,বেজপাড়া নলডাঙ্গা রোড পুকুর পাড় এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে গোলাম কিবরিয়া মানিক,যশোরের ঝিকরগাছা উপজেলার মোনহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আসাদুল ইসলাম, একই এলাকার লিয়াকত আলীর ছেলে আল মামুন ও খুলনা জেলার খালিশপুর থানার বঙ্গভাষী, ১০নং ওয়ার্ড বর্তমানে যশোর শহরের বকচর (নয়ন প্লাস্টিকের পিছনে মৃত  ভূনু এর বাড়ির ভাড়াটিয়া হায়দার আলীর ছেলে ফয়সাল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা ৫টি মামলা হয়েছে। তাদেরকে ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি থানা সূত্রে জানাগেছে, থানার এক এসআইসহ একদল পুলিশ ১ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের রেলরোডস্থ সোনালী ব্যাংক কর্পোরেট শাখা এর এটিএম  বুথের সামনে থেকে ফয়সালকে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা ৫০পিস ইয়াবা উদ্ধার দেখায়। কোতয়ালি থানার অপর এক এসআইসহ একদল পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০ টায় সদর উপজেলার সুজলপুর জামতলা গ্রামের নূরজাহানের গ্যারেজের সামনে থেকে আসাদুল ইসলাম ও আল মামুনকে মোটর সাইকেলসহ গ্রেফতার করে। পরে আসাদুল ইসলামের নিজ হাতে বের করে দেওয়া বাজার করা ব্যাগের মধ্যে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে, উপশহর পুলিশ ক্যাম্পের এক কর্মকর্তা সদস্যরা শুক্রবার ১ সেপ্টেম্বর রাত পৌনে ১০ টায় শহরের আরএনরোড ফাহিম হার্ডওয়ার এন্ড টুলস এর সামনে থেকে গোলাম কিবরিয়া মানিককে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা ২০পিস ইয়াবা উদ্ধার দেখায়।  অপরদিকে, সদর পুলিশ ফাঁড়ীর সদস্যরা শুক্রবার রাত পৌনে ১০ টায় শহরের সিটি কলেজপাড়া ব্যাটারী পট্টির ভিতর জনৈক জাকির হোসেনে চায়ের দোকানের সামনে থেকে রাকিবুল ইসলাম রুবেলকে ৬০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এছাড়া,কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ শুক্রবার রাত সাড়ে ৯ টায় শহরের সরকারি এমএম কলেজের দক্ষিণ গেটের সামনে থেকে আরাফাতকে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার করে।