বেনাপোলের দূর্গাপুর গ্রামে চুরির ঘটনায়  আটক দুইজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর

যশোর প্রতিনিধি 
বেনাপোলের দূর্গাপুর গ্রামের আসাদুজ্জামানের ভাড়া বাসায় চুরির ঘটনায় আটক দুইজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলো দূর্গাপুর গ্রামের ধলু খানের ছেলে আলামিন হোসেন ও ভবেরবেড় গ্রামের শামীম মোড়লের ছেলে শালিক। বৃহস্পতিবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রাণী এ আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, আসাদুজ্জামান দূর্গাপুর গ্রামের আমানত উল্লাহ বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। গত ৫ আগস্ট গভীর রাতে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তিনি তাকে যশোর নিয়ে আসেন। ৮ আগস্ট সকালে প্রতিবেশীর দেয়া সংবাদে তিনি জানতে পারেন বাসায় চুরি হয়েগেছে। যশোর থেকে তিনি বাসায় ফিরে দেখেন চোরেরাদরজার হ্যাজবোল্ড ভেঙ্গে ঘরে ঢুকে নগদ টাকা, সোনার গহনাসহ ৪ লাখ ৭৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় আসাদুজ্জামান বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ওই দুইজনকে আটক ও তিনদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।