যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

যশোর প্রতিনিধি: যৌতুকের দাবিতে স্ত্রী সারমিন আক্তারকে (২৯)কে মারপিট করার অভিযোগে স্বামী আশরাফুল ইসলামের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আশরাফুল সদর উপজেলার বড় বালিয়াডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বিজয়নগর গ্রামের মন্টু মোল্লার মেয়ে সারমিন আক্তার এজাহারে উল্লেখ করেছেন, ১২ বছর আগে আশরাফুলের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের আরাফাত হাসান তাজ (৫) ও তামান্না আক্তার প্রীতি (১০) নামে দুইটি সন্তান আছে। বিয়ের পর তার পিতার বাড়ি থেকে ৩ লাখ টাকার মালামাল দেয়া হয়। আসামি আশরাফুল বিদেশে যাওয়ার জন্য পিতার বাড়ি থেকে টাকা নিয়ে আসার কথা বললে তার পিতা আশরাফুলকে ৫ লাখ টাকা দেয়। আরো টাকার জন্য তাকে নির্যাতন করতো। গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আরো ৩ লাখ টাকা আনার কথা বলে। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় তাকে মারপিট করে। টাকা না পেলে সংসার করবে না বলে জানায়। তাকে এলোপাতাড়ি মারপিটের পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আশেপাশের লোকজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ তা মামলা হিসাবে গত সোমবার রাতে মামলা রেকর্ড করে।