যশোরে ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন কথাবার্তা পোষ্ট করায় হামলা ভাংচুর আহতর ঘটনায় মামলা

বিশেষ প্রতিনিধি
এক নারীর ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন কথা বার্তা লিখে পোষ্ট করাকে কেন্দ্র করে চিহ্নিত সন্ত্রাসীরা এক বাড়িতে দফায় দফায় হামলা করার এক পর্যায় ইট পাটকেল নিক্ষেপ করে ১০ হাজার টাকা ক্ষতি সাধণ করেছে। এসময় ইট পাটকেলের আঘাতে শম্পা রানী সাহা নামে এক গৃহবধূ আহত হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার ১৯ আগষ্ট রাতে কোতয়ালি থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি করেছেন, যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড বাইলেন গোলগোল্লার মোড়ের মৃত অরবিন্দু কুমার সাহার ছেলে অঞ্জন কুমার সাহা। মামলায় আসামীরা হচ্ছে, শহরের বেজপাড়া তালতলার মোড়ের শুকুর আলীর ছেলে জিম হোসেন, বেজপাড়া রানার মোড়ের আবুল হোসেনের ছেলে পান্না,তালতলার মোড়,শাহরিয়ার  এর বাড়ির ভাড়াটিয়া মজিদ মিয়ার ছেলে আন্না,তালতলার পানির ট্যাংকীর টিপুর ছেলে বাধন, আকবরের মোড়ের ইকবালের ছেলে রাব্বি, শংকরপুর হারান কলোনীর জাহাঙ্গীরের ছেলে ইউসুফ,তালতলার মোড়ের মুরগী বাবু ও বেজপাড়া গোলগোল্লার মোড় নকিব ভাইয়ের বাড়ির ভাড়াটিয়া আরমান মোল্যাসহ অজ্ঞাতনামা ৭/৮জন।
মামলায় বাদি উল্লেখ করেন,আসামীগন এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের হোতা। তারা সন্ত্রাসী প্রকৃতির লোক। এলাকায় চাঁদাবাজী,মাস্তানী এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে বেড়ায়। গত ১৩ আগষ্ট বাদির মেয়ে উপমা সাহা নামের ফেসবুক আইডি কে বা কারা হ্যাক করে বাদির মেয়ের ফেসবুক আইডিতে নাম রেখেছে আবার কোরআনের পাখি,ওয়াক থু” পেষ্ট করে বিভিন্ন মানুষের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে।পরবর্তীতে ঐদিন রাতে বাদির মেয়ে তার ফেসবুক আইডিতে প্রবেশ করতে চবাইলে সে আর লগইন করতে পারে নাই। তাৎক্ষনিক বিভিন্ন মানুষের ফেসবুক আইডিতে উক্ত পোষ্টটি ছড়িয়ে গেলে আসামীরা বাদির মেয়ের উপর ক্ষিপ্ত হয়ে উল্লেখিত আসামীরা ১৮ আগষ্ট দুপুর ২ টায় বাদির বাড়ির সামনে আসলে বাদি আসামীদের সাথে বিষয়টি নিয়ে কথাবার্তা বলেতাদেরকে বুঝালে তারা বাদির বাড়ি হতে চলে যায়। এরই ধারাবাহিকতায় ১৯ আগষ্ট দুপুর সাড়ে ১২ টায় উল্লেখিত আসামীরাসহ অজ্ঞাতনামা আসামীরা বাদির বসত বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আসামীরা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে বাদির বাড়ির জানালার গ্লাস ভেঙ্গে ১০ হাজার টাকা ক্ষতি সাধন করে।বাদির স্ত্রী শম্পা রানী সাহা আসামীদের ভাংচুর করার কারণ জানতে চাইলে  জিম হোসেন বাদির স্ত্রীকে দেখে ইট মারলে উক্ত ইটের আঘাতে বাদির স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় লেগে জখম হয়। বাদির  আহত হয়ে পড়লে প্রাণে বাঁচার জন্য ডাক-চিৎকার দিলে আশপাশ হতে লোকজন এগিয়ে আসলে আসামীরা খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। বাদির স্ত্রীকে আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।#