যশোরে বিএনপির শোক র‌্যালী অনুষ্ঠিত 

যশোর প্রতিনিধি লক্ষীপুরে বিএনপি’র শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে কৃষকদল নেতা সজীব হোসেনকে নৃশংস হত্যার প্রতিবাদে যশোর জেলা বিএনপি শোক র‌্যালী করেছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে শোক র‌্যালী পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি বলেন,বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন বিএনপির নেতৃত্বে সমগ্র জনগণ ফুঁসে উঠেছে ঠিক তখনই সরকার তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে। বিএনপির নেতৃত্বাধীন চলমান ১ দফার আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর উপক্রম হয়েছে। সেটি বুঝতে পেরে ফ্যাসিস্ট সরকার তার ছাত্রলীগ নামক সন্ত্রাসী বাহিনী দিয়ে সজীব হোসেনের মত নিরীহ কৃষকদল নেতাকে হত্যা করেছে। ছাত্রলীগ নামক ছাত্রসংগঠনটির হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাসী সংগঠনের পরিণত করেছে। সেই সন্ত্রাসী সংগঠনের হাতে কৃষক দল নেতা সজীব হোসেনের অসংখ্য নিরীহ নিরাপরাধ কর্মীকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে। কিন্তু এভাবে হত্যার করে এই অবৈধ সরকার তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারবে না। বিদায় তাদের নিতেই হবে। সরকার তার পাতানো ফাঁদে বিদায় নিতে পারবে না। জনগণ যে ভাবে চাইবে,সেই ভাবে অবৈধ ক্ষমতার মসনদ থেকে বিদায় নিতে হবে। জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,দলের সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু। পরে সজীব হোসেনসহ সরকার বিরোধী আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
এরপর জেলা বিএনপি কার্যালয় থেকে শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি এমকে রোড,চৌরাস্তা মোড়,রেল রোড হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য মো.মুছা, এ কে শরফুদ্দৌলা ছোটলু,আব্দুস সালাম আজাদ,অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল,মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,আশরাফুজ্জামান মিঠু,নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম,ফারুখ হোসেন,শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধূ,যুগ্ম-আহ্বায়ক আবু হাসান জহির,চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম,বিএনপি নেতা আলাউদ্দিন,অধ্যাপক আসাদুজ্জামান শাহীন,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমান,জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন,সদস্য সচিব শিকদার সালাহউদ্দিন,জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান,জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ,সাধারণ সম্পদাক আনসারুল হক রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর,সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।