যশোরে লাইব্রেরীর পাশ থেকে বাইসাইকেল চুরিকালে গণধোলাই

যশোর প্রতিনিধি
যশোর শহরের প্যারিস রোডস্থ মুসলিম একাডেমী স্কুলে মার্কেট আমেনা বুক ডিপো লাইব্রেরীর দোকানের পাশ থেকে হারকুলেস বাইসাইকেলের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন শাহিন (৩০) নামে এক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। চোর শাহিন যশোর শহরতলী নীলগঞ্জ এলাকার মৃত হাশেম আলীর ছেলে। রোববার ১৬ জুলাই রাতে মামলাটি করেন সদর উপজেলার হামিদপুর পশ্চিমপাড়ার আমির আলীর ছেলে আমেনা বুক ডিপোর মালিক আক্তারুজ্জামান।
মামলায় তিনি উল্লেখ করেন, তিনি প্রতিদিন বাড়ি হতে বাইসাইকেল যোগে তার আমেনা বুক ডিপো দোকানে আসা যাওয়া করেন। রোববার ১৬ জুলাই সকালে প্রতিদিনের ন্যায় লাইব্রেরী দোকানে বাইসাইকেল যোগে আসেন। তিনি তার লাইব্রেরী দোকানের পাশে তালা দিয়ে রেখে দোকানে বই ক্রয়-বিক্রয় করতে থাকে। এক পর্যায় সকাল সাড়ে ১০ টায় তার লাইব্রেরী দোকানের পাশ থেকে বাইসাইকেল তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনসাধারণ দেখতে পেয়ে বাইসাইকেলসহ চোর শাহিনকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে চোর শাহিনকে হেফাজতে গ্রহন করে। চুরিকৃত বাইসাইকেল জব্দ করেন। এ ঘটনায় রাতে মামলা হলে সোমবার চোর শাহিনকে আদালতে সোপর্দ করা হয়।