যশোরে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েও আইনগত সহায়তা না পাওয়ার অভিযোগ

যশোর প্রতিনিধি
চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মোটা অংকের টাকা দাবি করাসহ জোর পূর্বক মোবাইল ফোন ও বাইসাইকেল এবং প্রকাশ্যে ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট করে নগদ প্রায় ৬লাখ টাকা,৭ভরি স্বর্নালংকর ও ১টি স্মার্ট ফোন,মূল্যবান কাপড়সহ ৫টি ডাইমন্ডের আংটি নিয়ে যাওয়ার ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করার পরও আইনগত সহায়তায় পাচ্ছেনা একটি পরিবার। ঘটনাটি যশোর শহরতলী ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার এক বাড়িতে।
ওই এলাকার শরিফুল ইসলামের ছেলে তাসনিম ইসলাম বর্ষন গত ১৫ জুলাই কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে সে উল্লেখ করেন,উপশহর এস ব্লক বাসা নং ২৪/২৫,কলাবাগানের রওশন আলীর ছেলে নাসিম,নিউ মার্কেটের শামীমসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা আরো ৭/৮ জন পূর্ব শত্রুতার জের ধরে বাদি ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার ষড়যন্ত্রসহ মোটা অংকের টাকা দাবি করে আসছে। ইতিপূর্বে বাদির ছোট ভাই এর নিকট হতে জোর পূর্বক মোবাইল ফোন ও বাইসাইকেল কেড়ে নেয়। গত ১৪ জুলাই বেলা ৩ টায় বাদির পিতা মাতা বাড়িতে না থাকার সুযোগে বাদি ও তার ছোট ভাই নীল ইসলাম প্লাবন নিজ বাড়িতে অবস্থানকালে উল্লেখিত আসামীসহ তাদের অজ্ঞাতনামা ৭/৮জন সন্ত্রাসীরা বাদির বাড়িতে ঢুকে বাদিদেরকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শামীমের হুকুমে নাসিম বাদিকে মারপিট করে আহত করে এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। সাথে সা থে বাদি ও তার ছোট ভাইকে অস্ত্রদ্বারা জিম্মি করে ঘরে থাকা নগদ ৫লাখ ৯০ হাজার টাকা,৭ ভরি বিভিন্ন স্বর্ণের অল্কংার ,১টি স্মার্ট ফোন,মূল্যবান কাপড়সহ ৫টি ডায়মন্ডের আংটি নিয়ে যায় সন্ত্রাসীরা। বাদি ও তার ছোট ভাইয়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা বাদির বাড়িতে বোমা মেরে হত্যার হুমকী দিয়ে দ্রুত পালিয়ে যায়। থানায় অভিযোগ চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জকে তদন্তর দায়িত্ব দেওয়া হলে তিনি ঘটনাটি চরমভাবে অবহেলা করছে বলে বাদি অভিযোগ করেছেন। একজন পুলিশের এসআই সত্য ঘটনা আইনগত ব্যবস্থা গ্রহন না করে উল্টো বাদির পিতাকে ক্যাম্পে দেখা করার কথা জানিয়েছেন। এ ব্যাপারে চান পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনাস্থলে তিনি গেছেন। বাদিকে ঘটনাস্থলের আশপাশে অবস্থান নিয়ে আসতে বললে বাদি আসেনি। এক পর্যায় বাদির পিতা মাতাকে দেখা করতে মোবাইল ফোনে ফোন করলে তারা সহযোগীতা করেননি।