পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার নামে সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নড়াইলের কলেজ শিক্ষকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল যশোরের কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের আব্দুল আজিজ এই মামলাটি করেছেন। বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে) আদেশ দিয়েছেন। আসামি মুন্সি ওবাইদুর রহমান নড়াইলের লোহাগড়া সরকারী আদর্শ কলেজের কৃষি বিভাগের শিক্ষক এবং গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাট্টাইদোবা গ্রামের মৃত মুন্সি লুৎফর রহমানের ছেলে।
বাদী আব্দুল আজিজ মামলায় জানিয়েছেন, বাদীর সাথে কেশবপুরের পাঁচআনি গ্রামের সাহেব আলী মোড়ল নামে এক ব্যক্তির মাধ্যমে আসামি ওবাইদুর রহমানের পরিচয় হয়। এরই সূত্র ধরে আসামি লোহাগড়া সরকারী আদর্শ কলেজে শিক্ষকতা সরার সুবাদে প্রশাসনের উপর মহলে ওবাইদুর রহমানের পরিচয় ও সুসম্পর্ক আছে বলে জানান। পাশাপাশি তার পরিচিত প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে চাকরিতে নিয়োগ দিতে পারেন বলে প্রকাশ করেন। বাদীর ছেলে বদিউজ্জামান বেকার থাকায় আসামি ওবাইদুর রহমানের মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার প্রস্তাব দেন। আর ওই চাকরি দিতে সাত লাখ টাকা ঘুষ দেয়া লাগবে বলে জানান ওবাইদুর রহমান। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচ লাখ টাকা দেয়া হয়। পরবর্তীতে আবারও দেড় লাখ টাকা দেয়া হয়। মোট সাড়ে ৬ লাখ টাকা দেয়া হয়েছে। কিন্তু ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি চাকরি দেয়ার কথা থাকলেও ওবাইদুর রহমান ব্যর্থ হন। ফলে তাকে দেয়া টাকা গুলো ফেরৎ চেয়ে বারংবার কালক্ষেপন করায় সর্বশেষ গত ১৪ জুলাই আসামি ওবাইদুর রহমানকে বাদীর বাড়িতে ডেকে আনা হয়। এসময় তাকে দেয়া সাড়ে ৬ লাখ টাকা ফেরৎ চাওয়া হলে তিনি টাকা ফেরৎ দিতে অস্বীকার করেন।