যশোরে কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারকদের প্রশিক্ষণ এর আয়োজন

যশোর প্রতিনিধি 
কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ গাজীপুরের আয়োজনে
যশোর সদরের কানাই তলার এম আর এগ্রো ইঞ্জিনিয়ারিং এ ১৪ জুন শুরু হওয়া প্রশিক্ষণ গতকাল শুক্রবার বিকেলে পরিদর্শন করতে আসেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড, দেবাশীষ সরকার।
পরে প্রশিক্ষনার্থীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ কাওছার উদ্দিন আহাম্মদ,
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.দেবাশীষ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড, দিলোয়ার আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (এফএমপিই বিভাগ) গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর নুরুল আমিন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সুমন মিয়া, এস এম আর এগ্রো ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী এস কে মাহফুজুর রহমান (মোহন)
গত ১৪ জুন থেকে ১৮ই জুন পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ