কারিগরিও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ শীর্ষক করণীয় সেমিনার অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি কারিগরিও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে আজ শুক্রবার সকালে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় শিক্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারীদের নিয়ে এই সেমিনারে সভাপতিত্ব করেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমান। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃতমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক (উপসচিব) মোঃ ইসরাইল হোসেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভাগের খালেদা খাতুন রেখা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল আলিম, কারিগরি শিক্ষা অধিদপ্তর উপ প্রকল্প পরিচালক মোঃ রাকিবুল হাসান, শংকরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল,
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুর  ইসলামিক ইনভারসিটি অফ টেকনোলজির শিক্ষা বিভাগের  (আইইউটি) প্রফেসর ডঃ মোঃ আবু রায়হান। #