যশোরে পুলিশের হাতে এ্যালকোহল মিশ্রিত ঔষধ ও ইয়াবা,উদ্ধার গ্রেফতার-২

যশোর প্রতিনিধি 
কোতয়ালি ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৭৩ বোতল এ্যালকোহল সমৃদ্ধ হোমিও প্যাথিক ঔষধ ও ৩০পিস ইয়াবাসহ একটি মোটর সাইকেল আটক করেছে। এসময় মাদকদ্রব্য কাছে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি (কুন্ডুপাড়া) গ্রামের করিম মন্ডলের ছেলে মিন্টু ও সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিফাত হাসান সজল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হয়।
কোতয়ালি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৯ জুন রাত সাড়ে ১১ টায় থানার এক এসআইসহ একদল পুলিশ  গোপন সূত্রে খবর পেয়ে শহরের শংকরপুর আশ্রম রোডস্থ মহিলা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে রিফাত হাসান সজল নামক এক যুবককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩০পিস ইয়াবা ও তার বহনকৃত মোটর সাইকেল আটক করে। অপর দিকে, ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান জানান, শুক্রবার ৯ জুন বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার চুড়ামনকাটি কুন্ডুপাড়া গ্রামের জনৈক মিন্টুর বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরে  থেকে হোমিও ঔষধ  হিসেবে ১৭৩ বোতল এ্যালকোহল উদ্ধার করা হয়।#