যশোরে চোরাই মোটর সাইকেল কাছে রাখার অপরাধে যুবক আটক

যশোর অফিস 
বসুন্দিয়া ক্যাম্পের পুলিশ চোরাই মোটর সাইকেল বিক্রয়ের উদ্দেশ্যে কাছে রাখার অপরাধে যশোর খুলনা মহাসড়কের বসুন্দিয়া বেলতলা বাজারস্থ বনলতা কফি সপের সামনে থেকে মোস্তাকিন শেখ@ ওরফে শান্ত (২২) নামে এক যুবককে মোটর সাইকেলসহ আটক করে। আটক শান্ত নড়াইল জেলার কালিয়া উপজেলার দাদনতলা গ্রামের নিজাম শেখের ছেলে। এ ঘটনায় বসুন্দিয়া ক্যাম্পের এস আই কামরুজ্জামান মোস্তাকিন শেখ ওরফে শান্তকে আসামি করে শুক্রবার মামলা করেন।
মামলায় তিনি বলেন, শুক্রবার সকালে বসুন্দিয়া বেলতলা বাজারস্থ বনলতা কফি সপের সামনে মহাসড়কে ডিউটি করাকালীন একজন ব্যক্তি মোটর সাইকেল যোগে আসতে দেখে থামতে সংকেত দেয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি মোটর সাইকেল থামিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। সঙ্গীয অফিসার্স ও ফোর্সের সহযোগিতায় তাকে আটক করা হয়। আটক শান্তর কাছে পালানোর কারন জানতে চাওয়া হলে সে সন্তোষ জনক জবাব দিতে পারেনা। মোটর সাইকেলে বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। আটক শান্তকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে বিভিন্ন স্থান থেকে চোরাই মোটর সাইকেল সংগ্রহ করে ক্রয় বিক্রয করে। তার কাছ থেকে একটি লাল রঙের (১৫০ সিসি) পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়।#