যাশোর প্রতিনিধি
গভীর রাতে শহরের শ্রীধরপুকুর পাড়া বেজপাড়া টিএন্ডটি কোয়ার্টারের সামনে ইয়াবা বেচাকেনার অভিযোগে পুলিম দু’জন যুবকে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের বারান্দীপাড়া ( মোল্লাপাড়া বাঁশতলা সোহেল এর বাড়ির ভাড়াটিয়া) ইনছান মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ও সিটি কলেজপাড়া (বউ বাজার জামাল শেখ এর বাড়ির ভাড়াটিয়া) আব্দুস ছালামের ছেলে মোক্তার হোসেন। এ ঘটনায় কোতয়ালি থানায় বুধবার সকালে মাদক আইনে মামলা হয়েছে।
কোতয়ালি থানার এক এস আই মঙ্গলবার ২৫ এপ্রিল দিবাগত গভীর রাতে গোপন সূত্রে খবর পান শহরের বেজপাড়া শ্রীধর পুকুর পাড় টিএন্ডটি কোয়ার্টারের পূর্বে কোনে সামনে রাস্তার উপর কতিপয় যুবক অবস্থান নিয়ে ইয়াবা বেচাকেনার করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৩ টার পর উক্ত স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা রকিবুল ইসলাম রুবেল ও মোক্তার হোসেন দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে রবিউল ইসলাম রুবেলে পকেটে থাকা ১২পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২১,৬২২ টাকা এবং মোক্তার হোসেনের কাছে থাকা ১০পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি থানা হাজতে রেখে মাদক আইনে মামলা দেন। বুধবার ২৬ এপ্রিল দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে।