যশোর অফিস: যশোরের চৌগাছায় বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৫ এপ্রিল) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলো উপজেলার হাজরাখানা গ্রামের মিরাজ (৩০), কুলিয়া স্কুলপাড়ার মুকুল হোসেন (৩১), পৌরসভার ইছাপুর দেওয়ানপাড়ার ইমন হোসেন (৩০), দুর্গাপুর গ্রামের মিজানুর রহমান (৪৫), বর্ণি গ্রামের বাবুল হোসেন (৩৫), দেবিপুর গ্রামের রবি মিয়া (৪০) এবং মাঠচাকলা গ্রামের আশরাফুল (৩৫)।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, গ্রেফতারকৃতরা মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত আসামি। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।#