যশোর প্রতিনিধি: যশোরে বার্মিজ চাকু দিয়ে আতঙ্ক সৃষ্ট এবং সেই দৃশ্য মোবাইলে ধারনে অভিযোগে অনিক (১৯) ও তার সহযোগি আলামিনকে (১৮) আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু ও উদ্ধার হয়েছে। শনিবার (২৫ মার্চ) তাদেরকে আটক করে পুলিশ।
আটক অনিক শহরের শংকরপুর হারানের মোড়ের নুর ইসলামের ছেলে ও আলামিন শহরতলির সুলতানপুর গ্রামের নুর আমিনের ছেলে।
কোতয়ালী থানার এএসআই কামাল জানান, আটক অনিক শংকরপু কলাবাগান ভাঙ্গড়ি পট্টিতে বার্মিজ চাকু নিয়ে এলাকার লোকজনকে ভয়ভিতি দেখায় এবং ত্রাস সৃষ্ট্রি করে। সেই দৃশ্য মোবাইলে ধারন করে টিকটক করে ইন্টারনেটে ছাড়ে।এমন দৃশ্য দেখে ওই বার্মিজ চাকু উদ্ধারসহ অনিককে আটক করা হয়েছে।
চাঁদ পাড়া পুলিশ ফাড়ির আইসি এসআই আমিনুল ইসলাম জানায় সুলতানপুর এলাকায় বার্মিজ চাকু দিয়ে ত্রাস সৃষ্টি করায় লোকজন আলামিনকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ আলামিনকে হেবাজতে নেয়।
কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, বার্মিজ চাকুসহ আটক অনিক ও আলামিনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।