বিশেষ প্রতিনিধি
কোতয়ালি থানা,সদর পুলিশ ফাঁড়ী ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আলাদা অভিযান চালিয়ে গত ১৬ ঘন্টার ব্যবধানে ১শ’ বোতল ফেনসিডিল, ৫১ পিস ইয়াবা ও দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানাগেছে, শনিবার ১৮ মার্চ ডিবি’র এসআই আব্দুল্লাহ আল মামুনসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের ঘোপ নওয়াপাড়া এলাকাস্থ মাহামুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে বিদ্যুৎ নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ হোল্ডিং নং ১৭৮ এর আব্দুল হালিমের ছেলে। এ সময় তার সহযোগী অজ্ঞাতনামা ১জন পালিয়ে যায়। বিদ্যুতের দখলে থাকা ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে,সদর ফাঁড়ী পুলিশ সূত্রে জানাগেছে, ১৭ মার্চ বিকেলে শহরের পূর্ব বারান্দীপাড়া গাজা পট্টির পাশে সিজারদের বাড়ির সামনে থেকে আতিয়ার রহমান ওরঠে টুটুলকে গ্রেফতার করে।সে শহরের বারান্দীপাড়া(কাঠালতলা শতদল স্কুলের সামনে আবুল হোসেনের ছেলে এ সময় তার সহযোগী একই এলাকার আব্দুস সালাম শেখ এর ছেলে মুন্না ওরপে মুন্ন শেখ পালিয়ে যায়। গ্রেফতারকৃত আতিয়ার রহমান টুটুলের দখল হতে দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। কোতয়ালি থানা পুলিশ জানায়, থানার এক এসআইসহ একদল পুলিশ শুক্রবার ১৭ মার্চ রাতে শহরের আশ্রম রোডের রামকৃষ্ণ মিশনের প্রধান গেটের সামনে থেকে কপিল চন্দ্র সাহাকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ৫১পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার দেখায়। কপিল চন্দ্র সাহা শহরের বারান্দীপাড়া নাথপাড়ার কুমারেশ চন্দ্র সাহার ছেলে। এদিকে কুমারেশ চন্দ্র সাহা জানান,গত ১৬ মার্চ বৃহস্পতিবার সকালে কোতয়ালি থানার এএসআই কামাল হোসেন তার বাড়ি হতে কপিল চন্দ্র সাহাকে আটক করে থানায় নিয়ে আসেন।#