যশোর নাভারন হাইওয়ে থানার অভিযানে প্রাইভেটকার সহ বিদেশি মদ উদ্ধার পিতা পুত্রসহ আটক ৩

যশোর প্রতিনিধি : বিপুল পরিমাণ বিদেশি মদ ও পিতা পুত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের নাভারন হাইওয়ে থানার পুলিশ। গত বৃহস্পতিবার যশোর বেনাপোল সড়কের নাভারন মোড় থেকে পিতা পুত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

যশোর ঝিকরগাছার উপজেলার নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন ,গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ মোড় এলাকা থেকে গত বৃহস্পতিবার সকালে তিন মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপ নগর গ্রামের সুরুজ মিয়ার ছেলে আব্দুর রহমান ও তার ছেলে আব্দুর রাজ্জাক ,ও যশোরের বেনাপোল এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে আকাশ।
অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন আরো জানান ,মাদক ব্যবসায়ীরা একটি প্রাইভেটকার করে মাদক বহন করছিল। যার প্রাইভেটকার নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গ ১২-১১৪৯। প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৪৫ বোতল বিদেশী মদ সহ তাদেরকে আটক করা হয়। আটক কৃতদের বিরুদ্ধে থানার এএসআই সেলিম বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়েছেন ও ও তাদেরকে আদালতে চালান দেওয়া হয়েছে।