যশোরে পাওনা টাকা চাওয়ায় কাঠ ব্যবসায়িকে মারপিট ও টাকা কেড়ে নেওয়ার ঘটনায় মামলা

যাশোর  প্রতিনিধি
পাওনা টাকা চাওয়ায় যশোর সদরের রাজাপুর এলাকায় ফরিদ হোসেন (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে মারপিট, নগদ টাকা ছিনিয়ে হুমকি দেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে পিতা ও দুই ছেলেকে। রাজাপুর সরদার পাড়ার রহমত মোড়লের ছেলে ফরিদ রোববার ৫ মার্চ  রাতে কোতয়ালি  থানায়  মামলা করেন। আসামিরা হলো, রাজাপুর ঈগল তেল পাম্পের সামনের বাসিন্দা মোশারফ হোসেন (৫০) তার দুই ছেলে রুবেল হোসেন (৩০) ও সোহেল হোসেন (২৬)।
মামলায় ফরিদ হোসেন উল্লেখ করেছেন, তিনি একজন কাঠ ব্যবসায়ী। শেখহাটি এলাকায় লামইয়া নামে তার একটি ফার্নিচারের দোকান আছে। আসামিদের সাথে কাঠ বিক্রির পাওনা টাকা নিয়ে আসামি মোশারফ হোসেনের সাথে বাকবিতন্ডা বাঁধে। গত ২৩ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে  ফরিদ হোসেন রাজাপুর ঈগল তেল পাম্পের সামনে পৌছালে আসামিরা তার পথরোধ করে। গছি দা লোহার রড, বাঁশের লাঠি দিয়ে তার ওপর আক্রমন করে। তাকে বেধড়ক মারপিটে রক্তাক্ত জখম করে। তার কাছে থাকা ব্যবসার নগদ ৭০ হাজার টাকা কেড়ে নেয়। সাড়ে ১৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনসেট ভেঙ্গে দেয়। সে সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। #