যাশোর প্রতিনিধি
ইয়াবা বেচাকেনার অভিযোগে অমিত ইসলাম ও শ্রী নান্টু কুমার দে নামে দুই যুবককে ৭৫ পিস গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অমিত ইসলাম যশোর শহরের সিটি কলেজপাড়ার শরিফুল ইসলাম ওরফে ডালিমের ও নান্টু কুমার দে শহরের ষষ্টিতলা (মুজিব সড়ক বাইলেন) শ্রী হারু দে’র ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
কোতয়ালি মডেল থানা সূত্রে জনাগেছে, ৬ মার্চ সোমবার সকালে থানার এক এসআইসহ একদল পুলিশ মোবাইল -১১ ডিউটি করার সময় মণিহারের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সিটি কলেজপাড়া গলির সিটি কলেজ গেটের পূর্ব পাশে^ গলির মোড়ের উপর একজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিকা সোয়া ৭ টার পর উল্লেখিত স্থানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে ইয়াবা নিয়ে অবস্থানকারী যুবক অমিত ইসলাম পালানোর চেষ্টার এক পর্যায় ব্যর্থ হয়। পরে তার দখল হতে ২৫পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে, থানার অপর এক এসআইসহ একদল পুলিশ রোববার ৫ মার্চ রাতে মোবাইল-১১ ডিউটি করাকালে রাত ১০ টার পর শহরের রেলরোডস্থ রাসেল চত্বর এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান শহরের ষষ্টিতলাপাড়া বাইলেন সড়ক জনৈক ভরত বাবুর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০ টার পর উল্লেখিতস্থানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা নান্টু কুমার দে পালানোর চেষ্টার এক পর্যায় ব্যর্থ হয়। পরে তার দখলে থাকা ৫০পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে নিয়মিত দু’টি মামলায় গ্রেফতারকৃত দু’জনকে দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।#