যশোরে পূর্ব শত্রুতার কারণে ইজিবাইক চালক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

যশোর প্রতিনিধি 
পূর্ব শত্রুতার জের ধরে যশোর সদর উপজেলার রঘুরামপুর মধ্যপাড়া গ্রামের একটি বাড়ি থেকে মফিজুর রহমান (৩৫) নামে এক ইজিবাইক চালক যুবককে ডেকে নিয়ে মারপিট করে মোবাইল নিয়ে নেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলঅ হয়েছে। হামলার শিকার ওই ইজিবাইক চালক যুবকের স্ত্রী মোছাঃ জ্যো¯œা খাতুন (৩২) শনিবার সকালে আবু সাইদ ওরফে চশমা সাইদসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামি করেন মামলা করে। সাইদ রঘুরামপুর গ্রামের নয়ার ছেলে।
মামলায় জ্যো¯œা বলেন, আসামি সাইদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। সাইদ অজ্ঞাত নামা আসামিদের নিয়ে এলাকায় মামদক ব্যবসা করাসহ বিভিন্ন অপরাধ মূলক কাজ করে বেড়ায়। মফিজুর রহমান একজন ইজিবাইক চালক। আসামিদের সাথে মফিজের আগে থেকেই দ্বন্দ ও শত্রুতা আছে। ৩মার্চ রাত সাড়ে ১১ টার দিকে মফিজুর বাড়ি শুয়ে ছিলো। এ সময় আসামি সাইদ আমাদের বাড়ি এসে মফিজুরকে ডাক দেয়। মফিজুর ঘর থেকে বের হলে কথা আছে বলে তাকে মুক্তেশ্বরী নদী সংলগ্ন নতুন মসজিদের পিছনে জনৈক বাপির জমির মধ্যে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অজ্ঞাত সন্ত্রাসী ধারালো দা, চাকু, লোহার রড নিয়ে অবস্থান করছিলো। মফিজুর সেখানে পৌছানো মাত্রই আসামিরা তাকে এলাপাতাড়ি মারপিট করে গুরুত্বর জখম করে। ধারালো চাকু দিয়ে তার পেটের ডান পাশে আঘাত করলে নাড়িভুড়ি বের হয়ে যায়। এ সময় আসামিরা মফিজুরের কাছ থেকে একটি স্যামসং টাচ মোবাইল ফোন আসামি সাইদ নিয়ে নেয়। মফিজুরের চিৎকারে স্থানীয়রা উদ্ধারের জন্য এগিয়ে গেলে আসামিরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে আহত মফিজুরকে উদ্ধার করে জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়।