নিজস্ব প্রতিবেদক
নড়াইলে দীপ্ত সাহা হত্যা মামলার রহস্য উন্মোচন-৩ জন আসামী গ্রেফতার এবং লুন্ঠিত মোটরসাইকেল উদ্ধার করে পিবিআই, যশোর ও নড়াইল জেলা পুলিশ ২৪ ঘন্টার মধ্যে রহস্য উন্মোচন করা হয়।
দীপ্ত সাহা নড়াইল জেলার সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের দীনবন্ধু সাহার ছেলে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সূত্রে জানাযায়, নিহত দীপ্ত সাহা, বাড়ি হতে পাশবর্তী হোগলাডাঙ্গা পূর্বপাড়া আড়ংখোলায় নামযজ্ঞ অনুষ্ঠান দেখার কথা বলে তার ব্যবহৃত মোটরসাইকেল সহ বের হয়ে যায়। পরদিন ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটার সময় নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গরানের মাঠ হাজরাতলা মহাশ্মশানের পাশে উত্তম বিশ্বাসের লীজকৃত মাছের ঘেরে পানির মধ্য থেকে দীপ্ত সাহার মৃতদেহ উদ্ধার করা হয়।
পিবিআই যশোরের ছায়া তদন্তকালীন সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল সদর উপজেলার গোপালপুর গ্রামের শিশির সরকারের ছেলে সুমন সরকার, সরজিত বিশ্বাসের ছেলে সজীব কুমার বিশ্বাস, গৌতম রায়ের ছেলে আকাশ রায় কে ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে হত্যাকান্ডের সহিত জড়িত মর্মে সন্দেহ হলে তাদেরকে,গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যাকান্ডের সাথে জড়িত মর্মে স্বীকার করে। উক্ত ঘটনা সংক্রান্তে নড়াইল সদর হত্যা মামলা রুজু হয়।