যশোর প্রতিনিধি
ফ্রেন্ডস ক্লাব যশোর’র ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার দিনব্যাপী উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বেজপাড়া কবরস্থান রোডস্থ ক্লাব প্রাঙ্গনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
ফ্রেন্ডস ক্লাব যশোরের সভাপতি মাহমুদ এলাহী মানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনির্বাণ সংসদের সভাপতি শহিদুল হক বাদল, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সম্পাদক সোহেল আল মামুন নিশাত, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, ফ্রেন্ডস ক্লাব যশোরের উপদেষ্টা সাজ্জাদুল হক কামাল, সাংস্কৃতিক সংগঠন ভৈরব যশোরের সভাপতি শাহেদ উর রহমান রনি, ফ্রেন্ডস ক্লাব যশোরের সহসভাপতি এরশাদুল হক মিকু, রকিবুল ইসলাম ছিটন মোল্লা, মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম টিপু, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম মিঠুন, ইমরান হোসেন, সাকিব হাসান, মোহামা¥দ আব্দুল্লাহ, আব্দুর রহমান প্রমুখ।