প্রকাশ্যে শিশু-কিশোর গ্যাং চাঁদাবাজের কবলে  স্কুল শিক্ষক শিশু চাঁদাবাজ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
প্রকাশ্য দিবালোকে যশোর শহরের পৌরসভা উদ্যানের দক্ষিণ পাশে গেটের কাছে একটি চায়ের দোকান থেকে এক স্কুল শিক্ষককে অস্ত্রের মুখে এবার শিশু-কিশোর চাঁদাবাজরা ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদাদাবি করে নগদ ২৫শ’ টাকা কেড়ে বাকি ৮ হাজার টাকা বাড়ি থেকে হুমকী দিয়ে কেড়ে নিয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হলে পুলিশ চাঁদাবাজ শিশু সজিব কুমার বিশ^াস (১৬) কে গ্রেফতার করেছে। সে যশোর শহরের শংকরপুরের সুবোধ বিশ^াসের ছেলে। এ ঘটনায় বুধবার ৮ ফেব্রুয়ারী দুপুরে চাঁদাবাজের শিকার শিক্ষক আবুল কাশেম যশোর কোতয়ালি মডেল থানায় ১০ শিশু-কিশোর গ্যাং চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করেছে। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তালুনদিয়া গ্রামের বর্তমানে যশোর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে তেঁতুলতলা কবির হোসেনের বাড়ির ভাড়াটিয়া মৃত মোনছেপ আলী সরদারের ছেলে। তিনি যশোর জিলা স্কুলের সহকারি শিক্ষক পদে কর্মরত রয়েছেন। আসামীরা হচ্ছে, গ্রেফতারকৃত সজিব কুমার বিশ^াস,কাব্য,মাহিম,যুবক কুয়াশা,আশিক,বিপ্র, অভিজিৎ ও অর্ক। আসামীদের ঠিকানা সহকারী শিক্ষক ও গ্রেফতারকৃত সজিব কুমার বিশ^াস বলতে পারেনি।
মামলায় শিক্ষক আবুল কাশেম উল্লেখ করেন,গত ৬ ফেব্রুয়ারী বেলা ১২ টার সময় তিনি শহরের পৌরসভা উদ্যাদের দক্ষিণ পাশে মেইন গেট সংলগ্ন পাওয়ার অব পাতা নামক একটি চায়ের দোকানের সামনে চা চাওয়ার সময় উল্লেখিত আসামীরা  দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাকে টার্গেট নিয়ে তার কাছে আসে। তারা দেশীয় অস্ত্র প্রদর্শন করে তার কাছে ১০ হাজার টাকা চাঁদাদাবি করে। তিনি  চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শিশু-কিশোর গ্যাংয়ের সদস্য সজিব কুমার বিশ^াস  তাকে অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার প্যান্টের পকেট হতে নগদ ২ হাজার ৫শ’ টাকা কেড়ে নেয়। পরে তাকে সেখান থেকে তার ভাড়া বাসায় দুপুর দেড়টায় নিয়ে সেখানে ভয়ভীতি দেখানোর এক পর্যায় তিনি ভয়ে তাদের কাছে বাকি ৮ হাজার টাকা চাঁদা স্বরুপ দেন। পরে তিনি ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে  চাঁদাবাজরা দ্রুত হুমকী দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বিষয়টি শুনে অভিযান চালিয়ে চাঁদাবাজ গ্রুপের সক্রিয় সদস্য সজিব কুমার বিশ^াসকে গ্রেফতার করে বুধবার ৮ ফেব্রুয়ারী বিকেলে আদালতে সোপর্দ করে।