যশোর প্রতিনিধি
আরব আমিরাত ফেরত সাজ্জাদুর রহমান (৩৮) নামে এক যুবককে প্রকাশ্যে শহরের শংকরপুর তালতলা থেকে চাকু ঠেকিয়ে মোটর সাইকেলে অপহরণ করে মুক্তিপণ হিসেবে ৫লাখ টাকা দাবি করার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। সোমবার ৬ ফেব্রুয়ারী সকালে কোতয়ালি মডেল থানায় মামলাটি করেন, যশোর সদর উপজেলার মোবারককাঠি গ্রামের আব্দুল গফফারের ছেলে মেহেদী আল মাসুদ। মামলায় আসামী করেন,যশোর শহরের নাজির শংকরপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আনিসুর রহমান,শহরের টিবি ক্লিনিক ফুড গোডাউন চিরুনীকল বর্তমানে বেজপাড়া নলঢাঙ্গা রোডের লতিফের মেয়ে লিজাসহ অজ্ঞাতনামা ৮/১০জন। পুলিশ প্রধান আসামী আনিসুর রহমানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
মামলায় মেহেদী আল মাসুদ উল্লেখ করেন,তার আপন বড় ভাই সাজ্জাদুর রহমান বিদেশ (আরব আমিরাত) ছিল। গত ৪ ফেব্রুয়ারী বাদির ভাই বাড়িতে আসে। আনিসুর রহমান বাদির ভাই সাজ্জাদুর রহমানের পূর্ব পরিচিত। সেই সুবাদে গত ৫ ফেব্রুয়ারী আনিসুর রহমান সাজ্জাদুর রহমানকে নিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলাধীন তার বড় বোনের বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে আনিসুর রহমান মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ওই দিন বিকেল ৪ টায় শহরের শংকরপুর তালতলা নামক স্থানে পৌছালে সেখানে আনিসুর রহমান মোটর সাইকেল থামায়। সেখানে সাজ্জাদুর রহমান অজ্ঞাতনামা ৮/১০জন আসামীকে দেখতে পান। আনিসুর রহমান অজ্ঞাতনামা আসামীদের কাছে যেয়ে কথা বলার পর আনিসুর রহমানসহ অজ্ঞাতনামা ৮/১০ জন বাদির ভাইয়ের কাছে আসে এবং আনিসুর রহমানের কথামতো অজ্ঞাতনামা এক আসামী সাজ্জাদুর রহমানের কোমরে চাকু ধরে বাদির ভাইকে ভয়ভীতি দেখিয়ে মোটর সাইকেলে উঠায়ে গোপন করার উদ্দেশ্যে অপহরণ করে বেজপাড়া নলডাঙ্গা রোডস্থ লিজা এর ভাড়া বাসায় নিয়ে যায়। ওই বাড়িতে আনিসুর রহমান ও লিজাসহ অজ্ঞাতনামা আসামীরা বাদির ভাই সাজ্জাদুর রহমানকে লোহার রড দ্বারা মারপিট করে হত্যার ভয় দেখিয়ে মুক্তিপণ ৫লাখ টাকা চাঁদা দাবি করে। সন্ত্রাসীরা সাজ্জাদুর রহমানের ব্যবহৃত মোবাইল থেকে তার স্ত্রী সোহানা রহমানের মোবাইল নাম্বারে ফোন করে সাজ্জাদুর রহমানকে মারপিট করে ভাইয়ের চিৎকার চেচামেচি শুনায়। পরবর্তীতে আনিসুর রহমান তার মোবাইল হতে বাদির ভাই সাজ্জাদুর রহমান বাদির মামা সম্পর্কের যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মাহমুদ হোসেন এর মোবাইল নাম্বারে ফোন করে ৫লাখ টাকা আনিসুর রহমানের কাছে দিতে বলে। তখন মাহমুদ সাজ্জাদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে আনিসকে কোথায় টাকা দিবে এবং আনিসকে শহরের চৌরাস্তার সিঙ্গার শো’রুমের সামনে আসতে বলে। ওই সময় অজ্ঞাতনামা ২জন সন্ত্রাসী সাজ্জাদুর রহমানকে একটি মোটর সাইকেলে উঠায়ে বাদির ভাইয়ের কোমরে চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে শহরের চার খাম্বার মোড়স্থ নিয়ে সাজ্জাদুর রহমানের নিকট থাকা এটিএম কার্ড থেকে নগদ ৩০ হাজার টাকা উত্তোলন করে নেয়। পরবর্তীতে সাজ্জাদুর রহমান অপহরণ ও মুক্তিপণ টাকা দাবির বিষয় জানাজানি হলে সন্ত্রাসীরা সাজ্জাদুর রহমানকে আহত অবস্থায় চাঁচড়া হাইওয়ে টার্মিনাল এর পাশে ফেলে রেখে চলে যায়। বাদি লোক মারফত সংবাদ পেয়ে চাঁচড়া হাইওয়ে টার্মিনাল এর পাশ থেকে সাজ্জাদুর রহমানকে আহত অবস্থায় পেয়ে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ সোমবার ৬ ফেব্রুয়ারী দুপুর পৌনে ১ টায় সদর উপজেলার মোবারক কাঠি চাকলাদার তেল পাম্পের সামনে থেকে আসামি আনিসুর রহমানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।#