যশোরে ডিবি পুলিশের তিনটি অভিযান ইয়াবা ও গাঁজা উদ্ধার গ্রেফতার-৬

বিশেষ প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আলাদা তিনটি অভিযান চালিয়ে ১১৫পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ ছয় মাদক বিক্রেতাকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার ডাকাতিয়া দক্ষিণ পাড়ার বাবর আলীর ছেলে হুমায়ূন কবির মাসুদ, একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ফরিদ আহম্মদ,শহরের খালদার রোড বরফকল এলাকার মোহাম্মদ আলী বিশ^াসের ছেলে মওদুদুর রহমান মনা ওরফে রুবেল, শহরতলী মুড়োলী খাঁ পাড়া বর্তমানে সদর উপজেলার সীতারামপুর আসলাম খানের বাড়ির ভাড়াটিয়া মৃত জান মোহাম্মদ ওরফে জানু মাষ্টারের ছেলে জাহাঙ্গীর আলম ডাবলু,নড়াইল জেলার সদর উপজেলার কমলাপুর গ্রামের বর্তমানে তুলারামপুর (নানা সাত্তার মোল্লার বাড়ি) নবির শেখ এর ছেলে নয়ন শেখ ও যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর চান্দের মোড়ের রিপন হোসেনের ছেলে সাগর হোসেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা মাদক আইনে তিনটি মামলা হয়েছে। রোববার ২২ জানুয়ারী গ্রেফতারকৃত ৫ জনকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে,ডিবি’র এএসআই ইমাদুল হকসহ একদল পুলিশ শনিবার ২১ জানুয়ারী রাতে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার রাজারহাট মোড়স্থ জনৈক নাজমুল ইসলামের মালিকানাধীন নাজমুল ষ্টোর এর সামনে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম ডাবলু প্যান্টের পকেট হতে ৫০পিস, নয়ন শেখ প্যান্টের পকেট হতে ১৫পিসসহ গ্রেফতার করে। তাদের সহযোগী সাগর হোসেন ইয়াবা বেচাকেনার কাজে সহায়তা করেন। ডিবি’র এসআই হামিদুর রহমানসহ একদল পুলিশ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরের বারান্দীপাড়া মেসার্স ভাইভাই মটর সাইকেল সার্ভির্সিং সেন্টারের বিপরীত পাশের্^ ইয়াবা বেচাকেনার সময় মওদুদুর রহমান মনা ওরফে রুবেলকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ৫০পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া,ডিবি’র এসআই শাহিনুর রহমানসহ একদল পুলিশ শনিবার বিকেলে সদর উপজেলার ডাকাতিয়া দক্ষিণপাড়া গ্রামের জনৈক হুমায়ূন কবির মাসুদ বাড়িতে অভিযান চালায়। এ সময় হুমায়ূন কবির মাসুদ ও তার সহযোগী ফরিদ আহম্মদকে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।#