যশোর প্রতিনিধি
যশোরে ইয়াবাসহ আব্দুর রহিম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের ছবেদ আলীর ছেলে। এঘটনায় কোতয়ালি মডেল থানায় শুক্রবার মামলা হয়েছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের একজন এএসআই গোপন সূত্রে খবর পান শুক্রবার গভীর রাতে ঝাউদিয়া গ্রামের এক বাড়িতে জনৈক মাদক বিক্রেতা অবস্থান নিয়ে ইয়াবা বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত দেড়টায় ওই গ্রামের আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রহিম পালানোর চেষ্টা করে। পরে তার কাছ থেকে অবস্থায় ১৫পিস ইয়াবা উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দেন।