যশোর প্রতিনিধি
যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নয়ন (২৫) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার (৪ জানুয়ারী) সকালে উপজেলার উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামের সহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ভবনের নির্মাণ কাজের সময় অসাবধানতার কারণে ঘটনাটি ঘটে।
জানা যায়, শহিদুলের বাড়ির ছাদের নির্মাণ কাজের জন্য রড সেটিং করছিলো এমন সময় নয়ন একটি রড নিজে ঘুরানোর সময় বুঝে উঠার আগেই বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের ৩টি তারের একটিতে স্পর্শ করার সাথে সাথেই নয়ন বিদ্যুয়িত হয়ে পড়ে যায়। তখন নয়নের সহকর্মিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রতিমধ্যে মারা যান।
নিহত নয়ন শার্শার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টেংরা ওয়ার্ডের মেম্বার মোজাম গাজী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। নয়ন অনেক ভালো ছেলে ছিলো। তার বিদেশ যাওয়ার প্রস্তুতি চলছিলো। এখন নয়নকে হারিয়ে পাগল প্রায় নয়নের পরিবার।#