ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিজ দোকানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন হামিদুল ইসলাম জনি (২৭) নামে এক যুবক।
সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার কসাইমোড় এলাকার মুন্সী মার্কেটে নিজের ব্যবসা প্রতিষ্ঠান মুন্সী মোবাইল হাউজে এ ঘটনা ঘটে।
নিহত হামিদুল ইসলাম একই উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কসাই মোড় এলাকার মুন্সী মোবাইল হাউজের মালিক হামিদুল ইসলামের বাড়িতে কেউ খবর দেয় মোবাইল কেনাবেচা নিয়ে ঝামেলা হয়েছে। তার পর থেকে দোকান বন্ধ। এ ঘটনা জানার পর বিকেলে জনির বাবাব দোকানে গিয়ে ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জনির ভাই ব্যবসায়ী কাব্বারুল ইসলাম বলেন, আমি ফোন পেয়ে দোকানে ছুটে গিয়ে দেখি জনির বুকে ছুরিবিদ্ধ অবস্থায় লাশ পড়ে আছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মোবাইল কেনাবেচাকে কেন্দ্র করে শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। প্রকৃত অপরাধীকে সনাক্তের চেষ্টা চলছে।