নীলফামারীতে গৃহবধুকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষক গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে এক গৃহবধুকে ধর্ষণের দায়ে হাবিবুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৪/ডিসেম্বর) দুপুরে ওই শিক্ষককে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠায়।

ধর্ষনের ঘটনাটি ঘটে শনিবার রাতে সদর ইউনিয়নের রুপালি কেশবা কলেজপাড়ায় ভুক্তভোগীর বাড়ীতে। শিক্ষক হাবিবুল ইসলাম একই ইউনিয়নের দক্ষিণ রাজীব পাটোয়ারীপাড়া গ্রামের মৃত বাছান উদ্দিনের ছেলে। সে কিশোরগঞ্জের মুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এলাকাবাসি জানায়, কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ওই ভুক্তভোগী নারী পিওন পদে চাকুরী করেন। বিয়ের প্রলোভনে হাবিবুর দীর্ঘদিন ধরে তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেন। ঘটনার রাতে ওই নারীর ঘরে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশ হাতে দু’জনকে তুলে দেয়। থানায় গিয়ে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে আটক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে কারাগারে ও ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।