যশোর বেজপাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ক্যাম্পের পুলিশ শহরের কুখ্যাত মাদক বিক্রেতা রবিউল ইসলাম মুন্নাকে (৪৩) আটক করেছে। মুন্না শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার বদু মিয়া ওরফে বদরুজ্জামানের ছেলে। বর্তমানে মুন্না সদর উপজেলার কচুয়া গ্রামের বসবাস করে।
নরেন্দ্রপুর ক্যাম্পের ইনচার্জ এসআই হাচান মাহমুদ জানিয়েছেন, বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে গোপন সূত্রে কচুয়ার ঘোপ গ্রামের মুন্নার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দেড়শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মুন্না দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছে। শহরে বসবাস করার সময় তার বিরুদ্ধে গাঁজা বিক্রির বহু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় ১৩টি মামলা রয়েছে।
অন্যদিকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা জানিয়েছেন, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁচড়া রেলগেট পশ্চিমপাড়া থেকে আড়াইশ গ্রাম গাঁজাসহ নাসিমা আক্তার রহিমা (৫৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার শিউলীর বাড়ির ভাড়াটিয়া।