যশোরে ট্রেন দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত 

যশোর প্রতিনিধি 
যশোরে ট্রেন দুর্ঘটনায় জনি (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে যশোর বেনাপোল রেল সড়কের তেঘরী রেল গেইটে এদুঘটনা ঘটে।
নিহত জনি সদর উপজেলার দুর্গাপুর গ্রামের জামিল হোসেনের ছেলে।
যশোর সদর উপজেলার দয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন নিহত জনি আজ সকাল ১১ টার দিকে মটর সাইকেল যোগে বাড়ি থেকে ফ্যাক্টরির দিকে যাচ্ছিল পথিমধ্যে তেঘরী রেল ক্রসিং  পার হওয়ার সময় রেলের ধাক্কায় গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুপর ১২টার দিকে মৃত্যু ঘোষণা করেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শারমিন ঘটনা সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন যেহেতু এটা রেলের দুঘটনা এর লাশের কাজ রেল পুলিশে করবে।