বিশেষ প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা,সদর পুলিশ ফাঁড়ী, ক্যাম্প ও র্যাব-৬ যশোরের কর্মকর্তা এবং সদস্যরা আলাদা অভিযান চালিয়ে রোববার মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে ইয়াবা,গাঁজাসহ ৭ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা (উত্তরপাড়া)বর্তমানে সাতমাইল বাজার কোসেমের চাতাল) রজব আলীর ছেলে সম্রাট,যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামের আছির উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন,যশোর শহরতলী নীলগঞ্জ (সাহাপাড়া হোল্ডিং নং-৮) রেজাউল করিমের ছেলে মফিজুর রহমান জনি,খুলনা জেলার রুপসা থানার রাজাপুর গ্রামের শেখ হানিফের ছেলে নজরুল ইসলাম,শহরতলী নীলগঞ্জ,সাহাপাড়া,১নং ওয়ার্ডের মৃত সাহেব আলী হোসেন ওরফে বাবুর ছেলে মাসুদ রানা পারভেজ,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর গ্রামের মৃত বাবুল সরদারের ছেলে হুমায়ন কবির ও নড়াইল জেলার কালিয়া উপজেলার শুক্তগ্রামের মনি মোহন বিশ^াসেরে ছলে সাধন বিশ^াস। এ ঘটনায় কোতয়ালি মডেল থানা মাদক আইনে আলাদা মামলা হয়েছে।
ইছালী পুলিশ ক্যাম্পের সদস্যরা রোববার ৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার হাসিমপুর মাঠপাড়া গ্রামের পল্লী বিদ্যুৎ সাব ষ্টেশনের সামনে দক্ষিণ পাশের্^ পাকা রাস্তার উপর থেকে হুমায়ন কবির ও সাধন বিশ^াসকে ২শ’ গ্রাম গাঁজা ও একটি রিক্সাসহ,র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা রোববার দিবাগত গভীর রাত পৌনে ১ টায় নীলগঞ্জ বাজার এলাকায় মাসুদ রানা পারভেজকে ১৯পিস ইয়াবা,১টি টিপ চাকু,পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা রোববার ৬ নভেম্বর রাত সাড়ে ১১ টায় শহরের দড়াটানা মোড়স্থ নিউ ভৈরব হোটেলের পূর্ব পাশ থেকে নজরুল ইসলামকে ২৫পিস ইয়াবা,সদর পুলিশ ফাঁড়ীর সদস্যরা রোববার ৬ নভেম্বর সন্ধ্যা ৭ টায় পূর্ব বারান্দীপাড়া নাথপাড়ার মফিজুর রহমান জনিকে ১৫পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় তার সহযোগী নীলগঞ্জ সাহাপাড়ার মৃত বাবুর ছেলে পারভেজ , শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা রোববার ৬ নভেম্বর রাত সাড়ে ১১ টায় শহরের দড়াটানা মোড়স্থ নিউ ভৈরব হোটেলের পূর্ব পাশ থেকে নজরুল ইসলামকে ২৫পিস ইয়াবাসহ গ্রেফতার করে। সোমবার ৭ নভেম্বর গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।